![গলায় বিঁধেছে মাছের কাঁটা? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-a48e0408b49da017e7640ec0e3fe1066.jpg&w=144&h=96)
![ভেজাল দুধ ও ঘি চেনার উপায়](https://bdup24.com/media/2018/07/janabd-3a6a6e9a747fbf1e7676aa4bcd0d377f.jpg)
আজকাল প্রায় সব খাবারেই ভেজাল মেশানো থাকে। ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার। চাল-ডালে কাঁকর, ফলে রাসায়নিক পদার্থ, দুধে সাবান জল ইত্যাদি নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিভিন্ন ভাবে ভেজালের ব্যবহার এখন নিত্য দিনের কাজ।
আর আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি এই ভেজাল মেশানো বিষাক্ত খাবার-দাবার। ফলে শরীরে বাসা বাঁধছে নানা ধরনের অসুখ-বিসুখ। আসুন জেনে নেই ভেজাল দুধ, ঘি ও মাখন চেনার উপায়।
১) দুধে ভেজাল চেনার উপায়
দুধ থেকে মাখন তুলে নিলে বা দুধে জল মেশালে দুধের আপেক্ষিক ঘনত্বের পরিবর্তন ঘটে। এটা ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে খুব সহজেই ধরা পড়ে যায়। যন্ত্রকে ফাঁকি দেওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়োও দুধের সঙ্গে মেশান।
এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কি না, তা জানান জন্য দু চামচ দুধ একটি কাপে নিন। এতে দুই ফোঁটা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। দুধের রং হালকা নীল হলে বুঝবেন এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো রয়েছে।
২) ঘি বা মাখনে ভেজাল চেনার উপায়
বিশুদ্ধ ঘি বা মাখনে ভেজাল হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বনস্পতি বা ডালডা। এক চামচ ঘি বা মাখন গলিয়ে একটি স্বচ্ছ কাচের বোতলে রাখুন।
এতে একই পরিমাণ মিউরিঅ্যাটিক অ্যাসিড ও সামান্য চিনি মেশান। এরপর এটির মুখ বন্ধ করে খুব জোরে জোরে ঝাঁকান। কিছুক্ষণ ঝাঁকানোর পর পাত্রটি স্থির অবস্থায় রেখে দিন। কিছুক্ষণ পর এর নিচে যদি লাল রঙের আস্তরণ পড়ে, তাহলে বুঝবেন এতে ভেজাল মেশানো রয়েছে।
সূত্র : বোল্ডস্কাই।
![গলায় বিঁধেছে মাছের কাঁটা? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-a48e0408b49da017e7640ec0e3fe1066.jpg&w=144&h=96)
![ভালো পারফিউম কিনতে যা খেয়াল করবেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-39caa644579264a0dfcbcd42e600f17d.jpg&w=144&h=96)
![লেবুর খোসার অসাধারণ ১৪ টি ব্যবহার](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-005279567d8b603ac27c200cdc26261d.jpg&w=144&h=96)
![না ফাটিয়ে বুঝবেন যেভাবে ডিম পচা কিনা!](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-9e2783fe916f396f121e4d3c1b68637f.jpg&w=144&h=96)
![বাড়িতে ৬ মাস পর্যন্ত আম সংরক্ষণ করবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-a53a1105001b87513d5ae6ccaa6a955d.jpg&w=144&h=96)
![পাতিলের পোড়া দাগ তুলবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-b285370e6ff1c94f3a0f60694bb383f4.jpg&w=144&h=96)
![বিদ্যুৎ বিল কমানোর কৌশল](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-abf9c657caf8abc5da6c6b7a5d421924.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)