সাধারন জ্ঞানের আসর - ২১৮তম পর্ব

সাধারণ জ্ঞান September 22, 2018 3,845
সাধারন জ্ঞানের আসর - ২১৮তম পর্ব

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা থাকলে জীবনে সফল হওয়া যায় অনেক ক্ষেত্রেই। সাধারন জ্ঞান নিয়ে জানাবিডির ধারাবাহিক আয়োজনে আজ থাকছে ২১৮তম পর্ব-


• বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি.?

_____©ইন্দ্রনাথ।


• দুটি পাতা একটি কুঁড়ি হচ্ছে.?

______©চা।


• বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম.?

______©বঙ্গভাষা।


• পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি কোনটি.?

______©পিগমি।


• আয়তন ও লোকসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ.?

______©ভ্যাটিকান সিটি।


• হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে.?

______©নেপাল।


• বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে খ্যাত কে.?

______©মাদার তেরেসা।


• সর্বকনিষ্ঠ নোবেল জয়ী কে.?

______©মালালা ইউসুফজাই।


• অন্যপুষ্ট বলা হয়.?

______©কোকিলকে।


• কোন দেশে প্রথম ফোরজি [4G] চালু হয়.?

______©দক্ষিণ কোরিয়া।


সূত্রঃ ইন্টারনেট