জেনে নিন বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ কোনগুলো?

জানা অজানা August 24, 2018 4,247
জেনে নিন বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ কোনগুলো?

দেশের আয়তন কোন গুরুত্ব বহন করে না যখন ধনী রাষ্ট্রের আলোচনা হয়। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি তালিকা প্রকাশ করে গত এপ্রিলে। তালিকাটি তৈরি করা হয়েছে মূলত দেশের জনগণের মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে।


অর্থাৎ, একটি নির্দিষ্ট অর্থবছরে ওই দেশের মোট জিডিপিকে দেশের জনগণের সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। ধনী দেশের তালিকায় আধিপত্য কম জনসংখ্যার দেশগুলোর। এর পেছনে কারণ হলো, কম জনসংখ্যার দেশগুলো বিদেশি শ্রমিকরা কাজ করেন যা ওই দেশগুলোর জিডিপিতে যোগ হয়। কিন্তু ওই শ্রমিকদের দেশের জনগণ হিসেবে ধরা হয় না।


বিশ্বের ধনী দেশগুলোর তালিকা সবার উপরে আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির জনগণের মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ২৮ হাজার ৭০২ মার্কিন ডলার। যা প্রায় ১ কোটি ৭ লাখ ৩৯ হাজার টাকার সমান।


ধনী দেশের তালিকা-


সূত্র: বিজনেস ইনসাইডার