১০ মাস ধরে শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা! অতঃপর…

দেশের খবর August 14, 2018 1,814
১০ মাস ধরে শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা! অতঃপর…

ছবি : প্রতীকী

গরীব পরিবারের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। পরে বিয়ের জন্য রাজি না হওয়ায় রবিউল ইসলাম নামে ওই তরুণের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ঝালকাঠি শহরে। অভিযুক্ত রবিউল ইসলাম ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার মোবারক হোসেনের ছেলে।


সোমবার (১৩ আগস্ট) ধর্ষণের অভিযোগ এনে মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। প্রতারক রবিউল ইসলাম বর্তমানে গা ঢাকা দিয়েছেন। ভিকটিম রবিউলদের ঘরের ভাড়াটিয়া। মেয়েটির মা বাসা বাড়িতে কাজ করেন এবং বাবা রিকশা চালক।


মামলায় উল্লেখ করা হয়েছে, দারিদ্রতার সুযোগ নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৮ সালের ৬ আগস্ট পর্যন্ত রবিউল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরমধ্যে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় বিয়ের কথা বললে রবিউল তা অস্বীকার করে পালিয়ে যায়।


এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন জানান, একজনকে আসামি করে থানায় মামলা রুজু হয়েছে। মামলার আসামিকে গ্রেফতারের জোড় প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার করে আইনের আলোকে এনে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


বাংলাদেশ সময়ঃ ১৩১৪ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৮

লেটেস্টবিডিনিউজ.কম/আরএম