রাজশাহী মহানগরীর পপুলার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই কলেজের ছাত্রছাত্রী।
শনিবার (১১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে তাদের লক্ষীপুরে অবস্থিত পপুলার আবাসিক হোটেল থেকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, হোটেলে যুবক-যুবতীরা অসামাজিক কার্যকলাপ করছে এমন গোপন সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশের এসআই মোতালেব ও এএসআই সিরাজুল পপুলার আবাসিক হোটেলে দুপুরে অভিযান চালিয়ে ৮ জন যুবক-যুবতীকে আটক করে। তাদের মধ্যে ৪ জন নারী ও চারজন পুরুষ রয়েছে।
এএসআই সিরাজুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে চারজন নারী ও চারজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়ঃ ১৩০০ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস