প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা, স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালালো স্ত্রী

আন্তর্জাতিক August 6, 2018 1,577
প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা, স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালালো স্ত্রী

স্বামীকে ফাঁকি দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে স্বামীর গোপনাঙ্গে কামড়ে পালিয়েছেন এক নারী। এ ঘটনায় আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনা ভারতের তামিলনাডুর ভেলোরের। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অভিযুক্ত জয়ন্তী ও তার স্বামী সেন্থমরাই রোববার একটি উৎসবে দেখতে যান। সেখানে বাথরুমে যাওয়ার কথা বলে সেন্থমরাইকে ধোঁকা দেন জয়ন্তী।


প্রায় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও জয়ন্তী না ফিরে এলে, সেন্থমরাই তাকে খুঁজতে যান। এসময় তিনি জয়ন্তীকে আরেক গ্রামবাসী ধাচনামূর্তির সাথে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান।


এসময় সেন্থমরাই তাদের ধরে এসব মানুষকে জানানোর কথা বললে। তাদের মধ্যে ধস্তাধস্তি হলেও বিয়ের আওয়াজে তা কেউ শোনেনি।


এসময় ধস্তাধস্তিতে সেন্থমরাইয়ের ধুতি খুলে গেলে তার স্ত্রী সেন্থমরাইয়ের গোপনাঙ্গ কামড়ে প্রায় ছিঁড়ে ফেলেন। গ্রামবাসী তাদের ধরতে পারলে গণপিটুনি দেবে এই ভয়ে পরকীয়া প্রেমিকসহ সেখান থেকে পালিয়ে যান জয়ন্তী।


পরে এলাকাবাসী ক্তাক্ত সেন্থমরাই ও তার বিচ্ছিন্ন গোপনাঙ্গ উদ্ধার করে তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যায়।


পুলিশ জানায়, এ ঘটনায় ধাচনামূর্তির মোবাইল ট্র্যাকিং করে জযন্তিকে আটক করা হয়েছে। পুলিশের কাছে জয়ন্তি অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।