সাধারন জ্ঞানের আসর - ২১২তম পর্ব

সাধারণ জ্ঞান July 19, 2018 3,530
সাধারন জ্ঞানের আসর - ২১২তম পর্ব

১। ঢাকার তারা মসজিদ নির্মান করেন কে?

উঃ মির্জা আহমেদ

-

২। কান্তজির মন্দির কোথায অবস্থিত

উঃ দিনাজপুর

-

৩। বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁয়ে

-

৪। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?

উঃ ইরাক

-

৫। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?

উঃ বাসস

-

৬। কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন?

উঃ মুসা ইব্রাহিম

-

৭। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

উঃ মেঘনা

-

৮। মুজিবনগর অস্থায়ী সরকার গঠন হয় কবে?

উঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল (শনিবার)

-

৯। মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন কবে?

উঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল (শনিবার)

-

১০। 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে?

উঃ কুয়াকাটাকে

-

১১। 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে?

উঃ আমাজনকে

-

১২। পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে?

উঃ বান্দরবনকে

-

১৩। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উঃ পঞ্চগড়কে

-

১৪। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে?

উঃ কক্সবাজার

-

১৫। কত সালে বাংলাদেশে রঙ্গীন টিভি চালু হয়?

উঃ ১৯৮০ সালে