ফরজ ও সুন্নত গোসলের পদ্ধতি একই?

ইসলামিক শিক্ষা July 15, 2018 1,322
ফরজ ও সুন্নত গোসলের পদ্ধতি একই?

প্রশ্ন : ফরজ গোসল ও প্রতিদিনের সুন্নত গোসলের পদ্ধতি একই?


উত্তর : ফরজ গোসল ও প্রতিদিনের সুন্নত গোসল বা নফল গোসল মূলত একই। এটির সুন্নাহ পদ্ধতিও একই। অর্থাৎ ফরজ গোসলে যেভাবে অজু করতে হবে, তারপর গোসলের ফরজগুলো আদায় করতে হবে ঠিক একইভাবে নফল গোসলেও সেটাই করতে হবে।


তবে পার্থক্য শুধু এতটুকুই যে, গোসলের যে তিনটি ফরজ রয়েছে তার একটিও যদি ফরজ গোসলে বাদ পড়ে যায় তাহলে আপনার ফরজ গোসল হবে না। কিন্তু প্রতিদিনের মুস্তাহাব বা নফল গোসলের মধ্যে যদি একটি ফরজ বাদ পড়ে যায় তাহলে আপনার গোসলের কোনো সমস্যা হবে না।


সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"