![সুযোগ দাও না প্লিজ](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-62cb24c94e85a04b3e25abca8752d927.jpg&w=144&h=96)
![স্বামী-স্ত্রীর এসএমএস](https://bdup24.com/media/2018/07/janabd-6c088d0fc5b811089baf86ce80c024c8.jpg)
স্বামী-স্ত্রী ইংরেজি চর্চা শুরু করেছে। যখন-তখন ইংরেজিতে এসএমএস করছে তারা। ফোন করে বলছে, তাড়াতাড়ি উত্তর দিতে। একদিন স্বামী এসএমএস করেছে স্ত্রীকে-
স্বামী : হাই! হোয়াট আর ইউ ডুয়িং ডার্লিং?
স্ত্রী : আই অ্যাম ডায়িং…
স্বামী : সুইট হার্ট, ডোন্ট ডাই, প্লিজ! হাউ ক্যান, আই লিভ উইদাউট ইউ?
স্ত্রী : ইউ ডাফার, ইডিয়ট! আই অ্যাম ডায়িং মাই হেয়ার।