৯৯ বছরের এক বৃদ্ধের ওপর ১০ বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ভারতে। শনিবার ( ৭ জুলাই) চেন্নাই থেকে অবসরপ্রাপ্ত সেই অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
তামিলনাড়ু পুলিশ জানায়, ৯৯ বছরের সেই অধ্যক্ষের বাড়িতেই শিশুটি তার পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সাত সন্তানের বাবা সেই বৃদ্ধ তামিলনাড়ুতে তার বাড়ির ঠিক পাশেই পাঁচটি বাড়ি তৈরি করে সেগুলি ভাড়া দিয়ে দেয়। আক্রান্ত শিশুটির পরিবার গত দুই বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন। কিছুদিন ধরে শিশুটির পেটে ব্যথা হওয়ায় যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।
নির্যাতিতা শিশু পুলিশকে জানিয়েছে, বাড়ির মালিকই তার সঙ্গে এ ধরনের আচরণ করেছে। পুলিশ শিশুটির অভিযোগের ভিত্তিতে সেই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। পুলিশের জেরার মুখে সেই বৃদ্ধ নিজের দোষ স্বীকার করেছেন। অভিযুক্তের পাঁচজন মেয়ে এবং দুই ছেলেসহ অনেক নাতি-নাতনি এবং তাদেরও সন্তান রয়েছে।
সূত্র:এনডিটিভ/ডেকান ক্রনিকল