ভারতের একটি স্কুলে ছাত্রীদের অন্তর্বাসের রং নিয়ে নিয়মে বিতর্ক

আন্তর্জাতিক July 5, 2018 764
ভারতের একটি স্কুলে ছাত্রীদের অন্তর্বাসের রং নিয়ে নিয়মে বিতর্ক

ভারতের মহারাষ্ট্রের একটি স্কুল শিক্ষার্থীদের পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছে। সেখানকার ছাত্রীদের অন্তর্বাসের রং বেঁধে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকেরা। পুনের ওই ওই স্কুলের নাম ‘বিশ্ব শান্তি গুরুকুল’।


অভিযোগ উঠেছে, স্কুল কর্তৃপক্ষ সম্প্রতি সেখানকার ছাত্রীদের ডায়েরিতে অন্তর্বাসের রঙের বিষয়টি উল্লেখ করে। ছাত্রীদের ডায়েরিতে লেখা ওই নির্দেশে অভিভাবকদের স্বাক্ষর নিতে বলা হয়। এতে ক্ষুব্ধ হন অভিভাবকেরা। তাঁরা রাজ্যের শিক্ষা বিভাগের পরিচালকের কাছে অভিযোগ করেন।


স্কুল কর্তৃপক্ষ বলছে, ছাত্রীদের সুরক্ষার দিক বিবেচনা করে ওই সিদ্ধান্ত নিয়েছে তারা।


এর আগেও স্কুলটি পানি খাওয়া এবং শৌচাগারের সময় বেঁধে দিয়ে বিতর্কে জড়িয়েছিল।