হাফেজ সুপারিশ করে ১০ জনকে জান্নাতে নিতে পারবেন?

ইসলামিক শিক্ষা July 5, 2018 901
হাফেজ সুপারিশ করে ১০ জনকে জান্নাতে নিতে পারবেন?

প্রশ্ন : কোরআনে হাফেজ কি সুপারিশ করে ১০ জনকে জান্নাতে নিতে পারবেন?


উত্তর : জি, এভাবে হাদিসে এসেছে। কোনো কোনো বর্ণনায় ৭০ জনের কথাও এসেছে। সহিহ হাদিসে এসেছে, কোরআনের হাফেজরা সুপারিশ করতে পারবেন।


সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"