তিন চোর গ্রামের একটা বাড়িতে গিয়েছিল গরু চুরি করতে। তো বাড়ির মালিক টের পায় এবং বেশি সাহস দেখাইতে গিয়ে একা একা গেল চোর ধরতে।
তো চোর তিনটা বুদ্ধি করল বেটারে একটা অভিনব শাস্তি দিবে।
তো চোর তিনটা মালিককে ধরে গরুর সাথে উলঙ্গ করে দড়ি দিয়ে বেধে রেখে চলে গেল।
পরের দিন সকালে বাড়ির লোকজন তার বাধন খুলে দিল।
তো সে সাথে সাথে একটা লাঠি খুজতে লাগল, জামা কাপড় না খুজেই।
একটা লাঠি পেয়ে সাথে সাথে গরুর বাছুরটিকে পেটাচ্ছে আর বলতে লাগল- "কাল সারারাত বললাম আমি তোর মা না, তারপরেও তুই সারারাত দুধ মনে কইরা আমারটা চুষতেছিল কে ???