সাধারন জ্ঞানের আসর - ২১১তম পর্ব

সাধারণ জ্ঞান July 4, 2018 2,883
সাধারন জ্ঞানের আসর - ২১১তম পর্ব

# হিসপানিয়া কোন দেশের জাতীয় নাম

_স্পেন।

.

# মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান বা পার্লামেন্ট নেই

_সৌদি আরব।

.

# সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট কি?

_একটি সংকীর্ণ জলপথ।

.

# এক শিশু নীতি গ্রহণ করেছে কোন দেশ

_চীন।

.

# আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি

_ইরান।

.

# সেন্ট এলবা কি

_ভূ-মধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ।

.

# সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান এর নাম কি

_কনকর্ড।

.

# কনকর্ড বিমান নির্মাণ করে কোন দেশ

_ব্রিটেন ও ফ্রান্স।

.

# মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতা প্রবর্তন করেন কে

_এরিক মরলি।

.

# হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কবে

_২০৬২ সালে।


সূত্রঃ অনলাইন