ব্রাজিল সমর্থকদের নিয়ে যা বললেন হিরো আলম

মজার সবকিছু June 29, 2018 1,248
ব্রাজিল সমর্থকদের নিয়ে যা বললেন হিরো আলম

বিশ্বকাপ-জ্বরে ভুগছে সবাই। পিছিয়ে নেই ইউটিউব সুপারস্টার খ্যাত হিরো আলম। বিশ্বকাপ নিয়ে তাঁর ভাবনা কী?


প্রিয় পাঠক, আসুন কাল্পনিকভাবে জেনে নিই সেই প্রশ্নের উত্তর।


হাস্যরস : কেমন আছেন?


হিরো আলম : জার্মানি কাল হেরেছে। খুব ভালো লাগছে।


হাস্যরস : তার মানে আপনি কোরিয়া সমর্থক?


হিরো আলম : আরে না। আমি ব্রাজিল সমর্থক।


হাস্যরস : তাহলে জার্মানি হারায় খুশি হলেন যে?


হিরো আলম : ৭ গোল খাইলে টের পাইতেন জার্মানি কী জিনিস? সেকেন্ড রাউন্ডে গেলে আবার যদি ৭ গোল দিত, তখন লজ্জা পাইতাম।


হাস্যরস : ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। কেমন লাগছে?


হিরো আলম : অনেক ভালো লাগছে। তা ছাড়া আমি ব্রাজিলের শুরু থেকেই ভক্ত। আমার ভক্তরা সবাই ব্রাজিল।


হাস্যরস : তার মানে আর্জেন্টিনার কেউ আপনার ভক্ত নয়?


হিরো আলম : আর্জেন্টিনা ভক্তরা খেলা বোঝে না। তাই ওরা আর্জেন্টিনা সমর্থন করে। আবার ওরা সত্যিকারের অভিনেতা বোঝে না, তাই আমার ভক্ত না।


হাস্যরস : ব্রাজিলের সমর্থকরা আপনার অভিনয় মূল্যায়ন করে?


হিরো আলম : অবশ্যই। তাই ভক্তরা আমাকে দেখে ব্রাজিল সমর্থন করে।