আর্জেন্টিনা জেতার পাঁচ কারণ

মজার সবকিছু June 28, 2018 991
আর্জেন্টিনা জেতার পাঁচ কারণ

অবশেষে আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২/১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।


তো প্রিয় পাঠক আসুন, হাস্যরসের গবেষণার মাধ্যমে জেনে নিই আর্জেন্টিনা জেতার পাঁচ কারণ।


১. বাংলাদেশ ব্রাজিল সমর্থক গোষ্ঠী জানিয়েছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে তারা আর্জেন্টিনা সমর্থন করবে। হতে পারে তাদের সমর্থনের জোরেই আর্জেন্টিনা জিতেছে।


২. ওস্তাদের মাইর শেষ রাইতে। আর্জেন্টিনা বিশ্ববাসীকে সেটা বোঝানের জন্য শেষ ম্যাচে জিতে দ্বিতীয় পর্বে।


৩. আর্জেন্টিনা দুষ্টু দল। আইসল্যান্ড ও নাইজেরিয়াকে দ্বিতীয় পর্বের লোভ দেখিয়ে মজা নিয়েছে।


৪. মেসির জন্ম দিনে সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে নেইমার মেসিকে ভাই সম্বোধন করে ছবি পোস্ট করেছে। হতে পারে ছোট ভাই নেইমারের জন্য আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিলেন মেসি।


৫. পেনাল্টি মিস করায় হাস্যরস মেসিকে পচিয়ে লেখা প্রকাশ করেছে। হাস্যরসের সমালোচনার জবাব দিতে আর্জেন্টিনা নাইজেরিয়ার সাথে জিতেছে।