বাসের টিকিটের একদিকের অংশ কেন ছিঁড়ে দেয়া হয় জানেন?

জানা অজানা June 27, 2018 1,300
বাসের টিকিটের একদিকের অংশ কেন ছিঁড়ে দেয়া হয় জানেন?

সিনেমা হলে ঢোকার সময় টিকিটের একাংশ ছিঁড়ে নেওয়ার চল এখনও রয়েছে। কোন কোন বাসে উঠলেও কন্ট্রাকটর টিকিট দেওয়ার সময় এক দিক ছিঁড়ে দেন বা পাঞ্চ করে দেন।


সাধারণত সরকারি বা ব্যক্তি মালিকানার কোম্পানির বাসে এই ভাবে টিকিট ছিঁড়ে দেয়া হতো। এখনও কোন কোন বাসে এই রীতি রয়ে গেছে। কন্ট্রাকটর টিকিট দেয়ার সময় তার একটি দিক আড়াআড়ি ছিঁড়ে দেন।


অনেকে মনে করেন, এই টিকিট ছিঁড়ে দেওয়ার কারণ হল যাতে একই টিকিট ফের ব্যবহার না করা যায়। অনেকটা যে কারণে সিনেমা হলে ঢোকার সময় টিকিট ছেঁড়া হয়। কিন্তু বাসের ক্ষেত্রে ব্যাপারটা মোটেই তা নয়।


নিয়ম মতো, টিকিটটি ছেঁড়ার সময় এই বিষয় কন্ট্রাকটরের খেয়াল রাখার কথা—


১। বাসটি ‘সামনে’ না ‘পিছনে’ কোন দিকে যাচ্ছে, টিকিটের সেই দিকটিই ছেঁড়ার কথা। যাত্রা শুরুর সময় সামনের দিকে হলে টিকিট উপরের দিকে আর ফেরার সময় পেছনের দিকে হওয়ায় নিচের দিকে ছেঁড়া হয়।


এই হল মূল কারণ। তবে এসব মাথায় রেখে সম্ভবত আজ আর টিকিট ছেঁড়ার এই নিয়ম অন্তত রাজধানী ঢাকাসহ দেশের বাসে চালু নেই। মূল কারণ হারিয়ে নিছক অভ্যেসেই পরিণত হয়েছে তা।