ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে বরাবরই সমালোচনার কেন্দ্রে থাকেন। বেফাঁস কথা বলে বহুবার বিতর্কিত হয়েছেন তিনি।
এবার আবারো সে ধরনের মন্তব্য করেছেন দুতার্তে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঈশ্বর যীশু খ্রিস্টকে কটাক্ষ করে কথা বলেছেন দুতার্তে। দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে যীশু খ্রিস্টকে বোকা এবং দুশ্চরিত্রা নারীর সন্তান বলে মন্তব্য করেছেন তিনি।
এছাড়া যীশু খ্রিস্টের জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুতার্তে বলেন, শয়তানের প্রলোভনের কাছে নতিস্বীকার করার জন্য এবং মানবতার বিশুদ্ধতাকে ধ্বংস করার জন্য আদম এবং ঈভকে সৃষ্টি করা হয়। এই বেকুব দেবতা কে? দুশ্চরিত্রার এই সন্তান আসলেই বোকা।
প্রসঙ্গত, ফিলিপাইনের শতকরা ৯০ জনই খ্রিস্টান। তাদের বেশিরভাগই ক্যাথলিক খ্রিস্টান। এর আগে মানুষ হত্যা অনুচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তাছাড়া কনডম ব্যবহার না করতে নাগরিকদের উপদেশ দিয়েছেন, নারী বিদ্রোহীদের যৌনাঙ্গে গুলি করার নির্দেশ দিয়েছেন সৈনিকদের। এমনকি মাদকবিরোধী অভিযানে কয়েক লাখ মানুষ মারা গেলেও তিনি খুশি। সম্প্রতি অভিবাসী নারীকে জনসমুক্ষে চুমু দিয়ে সমালোচিত হন।