রোজা অবস্থায় ঘন ঘন থু থু গিলে ফেললে কোনো ক্ষতি হবে কি?

ইসলামিক শিক্ষা June 6, 2018 1,572
রোজা অবস্থায় ঘন ঘন থু থু গিলে ফেললে কোনো ক্ষতি হবে কি?

প্রশ্ন: রোজা অবস্থায় ঘন ঘন থু থু গিলে ফেললে কোনো ক্ষতি হবে কি-না?


উত্তর: রোজা পালনকারী যদি মুখে থাকা থু থু গিলে ফেলে তাতে কোনো অসুবিধা নেই। আর এ মাছআলায় উলামাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। কেননা বার বার থু থু ফেলা যেমন কষ্টকর তেমনি থু থু না গিলে থাকাও সম্ভব নয়।


কিন্তু কাঁশি ও শ্লেষ্মা যদি মুখে এসে যায় তবে তা ফেলে দিতে হবে। সিয়াম পালনরত অবস্থায় তা গিলে ফেলা জায়েজ নয়। কেননা কাঁশি ও শ্লেষ্মা থুথুর মতো নয়। আল্লাহ তায়ালাই সর্বাধিক জ্ঞাত। -বাংলানিউজ২৪