১২,৯০০ টাকায় ২০ মেগাপিক্সেলের সেলফি ফোন

মোবাইল ফোন রিভিউ June 2, 2018 1,301
১২,৯০০ টাকায় ২০ মেগাপিক্সেলের সেলফি ফোন

মাত্র ১২ হাজার ৯০০ টাকায় ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সমৃদ্ধ ফোন দিচ্ছে ইনফিনিক্স। ফোনটির মডেল ইনফিনিক্স হট এসথ্রি। ফোনটিতে আছে ফোরজি কানেকটিভিটি।


এর ডিসপ্লে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সমৃদ্ধ ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।


‌ফোন‌টি‌তে ২০ মেগা‌পি‌ক্সে‌লের সেল‌ফি ক্যা‌মেরা এবং ১৩ মেগা‌পি‌ক্সে‌লের রিয়ার ক্যামেরা আছে। ফোনটির র‌্যাম ৩ জিবি। ১২৮ জিবি বিল্টইন মেমোরিতে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে। এর মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।


ইন‌ফি‌নিক্স বাংলা‌দে‌শের ব্যবস্থাপক (প‌রিচালনা ও বিক্রয়) সাইফ মোহাম্মদ ইমরান খান জ‌ানান, ইনফিনিক্স হট এস থ্রি শুধুমাত্র অনলাই‌ন মা‌র্কেটপ্লে‌সে পাওয়া যা‌বে। গ্রাহকরা দারাজ ডটকম, বিকসা ডট কম, পিকাবো ডটকম, অথবা ডটকমসহ আরো কিছ‌ু ই-কমার্স সাই‌ট থেকে কিনতে পারবেন।