নারীরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবে?

ইসলামিক শিক্ষা June 2, 2018 814
নারীরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবে?

প্রশ্ন : ঈদের নামাজ নারীরা মাঠে পড়তে পারবেন কি না?


উত্তর : ঈদ একটি সার্বজনীন উৎসব। শুধু পুরুষদের জন্য নয়, বরং নারী পুরুষ শিশু সর্বস্তরের সকল মুসলমানের জন্য ঈদ। উম্মে আতিয়া (রা.)এ বর্ণিত একটি হাদিসে এসেছে, ‘আল্লাহর রাসুল (সা.) আমাদের বলেছেন, আমরা যেন ঈদগাহে সকল নারীদের নিয়ে যায়। এমনকি যারা কুমারী নারী, বা যারা ঋতুবতী নারী রয়েছে, তাদেরকেও যেন আমরা ঈদগাহে নিয়ে যায়। এক নারী সাহাবী রাসুল (সা.) কে বললেন, অনেকে যে ঈদগাহে যাবে, তাদের তো হিজাবও থাকে না।


তখন নবী (সা.) বললেন, তাঁর বোন সেদিন তাঁকে হিজাবটি ধার দেবে ঈদগাহে পরে যাওয়ার জন্য। আর যারা ঋতুবর্তী নারী থাকবে, তাঁরা সেখানে গিয়ে নামাজে শরিক হবে না, কিন্তু খুতবা শুনবে, দোয়ায় শরিক হবে।’ অতএব আমাদের সমাজে যেহেতু নারীদের জন্য সব ব্যবস্থাপনা হচ্ছে, নারীদের যেহেতু আমরা সর্বস্তরে নিয়ে গিয়েছি, অতএব ঈদের দিনের মতো আনন্দঘন পরিবেশেও নারীদের জন্য নামাজ আদায়সহ সব ব্যবস্থাপনা রাখা উচিত।


সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"