হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লের কম দামি ফোন

মোবাইল ফোন রিভিউ May 29, 2018 1,285
হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লের কম দামি ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর। এবার হনর সিরিজে নতুন ফোন এলো। মডেল হনর সেভেন এস। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে অধিক স্টোরেজ ব্যবহারের সুযোগ রয়েছে।


এন্ট্রি লেভেলের এই ফোনটিতে আছে মিডিয়াটেক এমটি ৬৭৩৯ প্রসেসর। এতে ২ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এতে ১৬ জিবি স্টোরেজ রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ডুয়েল সিমের এই ফোনটিতে ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রেজুলেশন ৭২০x১৪৪০ পিক্সেল।


ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০২০ মেগাপিক্সেলের ব্যাটারি রয়েছে।


ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ হুয়াওয়ের নতুন ফোনটির দাম ১৪ হাজার ৪৯৯ রুপি।