মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই - কাজী নজরুল ইসলাম

ধর্মীয় কবিতা April 21, 2016 4,142
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই - কাজী নজরুল ইসলাম

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।

যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।


আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,

পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।

গোর - আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।


কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত

ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।

সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।


কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙ্গিনাতে

আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,

আমি তাদের সাথে কেঁদে কেঁদে

(আল্লার নাম জপতে চাই) ।।