শাওমির শক্তিশালী ব্যাটারির ফোন

মোবাইল ফোন রিভিউ May 27, 2018 1,399
শাওমির শক্তিশালী ব্যাটারির ফোন

যারা সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারির ফোন কিনতে চান তাদের জন্য আদর্শ ফোন হতে পারে শাওমি রেডমি নোট ফাইভ প্রো। তিন মাস আগে বাজারে আসা এই ফোনে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। এর ইন্টারনাল মেমরি ৬৪ জিবি। দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো-৪ জিবি ও ৬ জিবি।


ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে। আর আছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


ভারতে ফোনটির মূল্য ১৪ হাজার ৯৯৯ রুপি।