ফরমালিন, কার্বাইডমুক্ত ফল কেনার ডিজিটাল উপায়

মজার সবকিছু May 27, 2018 1,251
ফরমালিন, কার্বাইডমুক্ত ফল কেনার ডিজিটাল উপায়

v বিক্রেতার ফেসবুক আইডি নিয়ে প্রোফাইল পিকচারে হাহা রিঅ্যাক্ট দেওয়ার ভয় দেখাতে পারেন!


v কুসরাত কারিয়া অথবা কাহফুজুর রহমানের গান ফুল ভলিউমে শোনানোর হুমকি দিলেই কেল্লা ফতে!


v বিক্রেতাকে বলুন এই শালা ভালো ফল দিন। শালা ডাকায় দিলখুশ হতেও পারে। জানেন তো শালা দুলাভাই যেখানে, কার্বাইডের স্থান নেই সেখানে!


v বিক্রেতাকে এক টিকেটে দুই ছবি দেখার অফার দিন। ফল পাওয়ার পর হিরো মলম আর মঠেল আফির খানের এক কপি করে ছবি দেখিয়ে দিন।


v কেনার সময় টেস্ট করুন। যদি পেটে চিক্কুর দিয়ে ওঠে তাহলেই বুঝবেন ভালো জিনিসই ধরেছেন। ভেজাল খেতে খেতে আমাদের পেটে যে আসল জিনিস আর সয় না!


v মৌমাছি অথবা মাছিকে আজই ফেসবুকে অ্যাড দিন, আর ম্যাসেজ দিয়ে রাখুন আপনি দোকানে গেলে যেন ভালো ফলেই বসে। বিনিময়ে আপনি ১০% সুগার কমিশন দিবেন। তারা রাজি হলেই আপনার বিশুদ্ধ ফল খাওয়া ঠেকায় কে!


v বিক্রেতার লুতুপুতু প্রেমের ফেইক স্ক্রিনশট ফাঁসের হুমকি দিতে পারেন।