স্যামসাংয়ের কম দামি ফোন

মোবাইল ফোন রিভিউ May 26, 2018 1,664
স্যামসাংয়ের কম দামি ফোন

স্যামসাংয়ের জনপ্রিয় এন্ট্রি লেভেলের ফোন ছিল গ্যালাক্সি ওয়াইড টু। এবার এবার এই ভার্সনে নতুন ফোন এলো্। এটি ওয়াইড থ্রি। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি কম দামে পৃথিবীর বিভিন্ন দেশে মিলছে।


ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ১.৬ গিগাহার্জের অক্টাকোর সিপিইউ এবং এক্সিনোস ৭৮৭০ অক্টাকোর চিপসেট রয়েছে।


২ জিবি র‌্যামের ওয়াইড থ্রি মডেলের ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ বিল্টইন রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।


ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত স্যামসাংয়ের এই ফোনটির মূল্য হাতের নাগালেই।