♦ রোগের নাম : নোংরামি টাইটিস।
লক্ষণ : ঘরের যেখানে-সেখানে সিগারেটের ছাই ফেলা।
♦ রোগের নাম : নাপাওন্তিস।
লক্ষণ : হাতের কাছে জিনিস খুঁজে না পাওয়া।
♦ রোগের নাম : উগ্র মেজাজ।
লক্ষণ : মতের বাইরে গেলেই জিনিসপত্র ছোড়াছুড়ি করা।
♦ রোগের নাম : ভাঁড়ামি
লক্ষণ : যখন-তখন রসিকতার চেষ্টা করা।
♦ রোগের নাম : স্মৃতিশক্তিহীনতা।
লক্ষণ : কিছু আনতে বললে ভুলে যাওয়া।
♦ রোগের নাম : অকাজ।
লক্ষণ : ঘরের একটি কাজ করতে গিয়ে সাতটি কাজ সৃষ্টি করা।
♦ রোগের নাম : চোরামি
লক্ষণ : অনেক রাতে জুতা হাতে নিয়ে পা টিপে টিপে ঘরে ঢোকা।
♦ রোগের নাম : লুচ্চামি।
লক্ষণ : অল্প বয়সী বুয়ার কাছে ঘন ঘন পানি চাওয়া।
তথ্যসূত্রঃ কালের কন্ঠ