কী আছে হুয়াওয়ের কম দামি ফোনে?

মোবাইল ফোন রিভিউ May 23, 2018 1,627
কী আছে হুয়াওয়ের কম দামি ফোনে?

সম্প্রতি চীনের বাজারে নতুন একটি ফোন এনেছে হুয়াওয়ে। হনর সিরিজের এই ফোনটির মডেল হনর প্লে সেভেন। আসুন জেনেই নেই ফোনটিতে কী কী ফিচার রয়েছে।


হনর প্লে সেভেন ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির ডিসপ্লে। ২০১৮ সালের হনর সিরিজের বাকি ফোনগুলির মতো এই ফোনেও রয়েছে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলিউশন ৭২০X১১৪০ ডিসপ্লে। সঙ্গে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।


ফোনটি পরিচালনার জন্য রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৩৯ চিপসেট। এই চিপসেটে চারটি ১.৫ গিগাহার্টজ কর্টেক্স এ ৫৩ প্রসেসিং কোর।


২ জিবি র‌্যামের এই ফোনটির মেমোরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


অন্যান্য স্মার্টফোনের মত এই ফোনে যদিও দেখা যাবে না ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের দাম কম রাখতেই এই ফিচার সরাতে হয়েছে হুয়াওয়েকে।


নতুন এই বাজেট ফোনে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি শুটার।


ফোনটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। কানেকটিভিটির জন্য এতে ফোরজি রয়েছে। ব্যাকআপের জন্য আছে ৩০৩২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ফোনটির দাম ৫৯৯ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় আট হাজার টাকা।