পবিত্র রমজানের প্রথম শুক্রবারে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন লাখো ফিলিস্তিনি।মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা জেরুজালেমে অবস্থিতি। ইসরায়েলি চেকপোস্টের কঠোর তল্লাশি পেরিয়ে পশ্চিম তীর থেকে এক লাখেরও বেশি ফিলিস্তিনি শুক্রবার জেরুজালেমে প্রবেশ করেন বলে জানা গেছে।
জানা গেছে, ফিলিস্তিনি তরুনদের জেরুজালেমে ঢুকতে দেয়নি দখলদার ইসরায়েলি বাহিনি। শুধুমাত্র চল্লিশোর্ধ পুরুষ এবং সব বয়সী নারীরা আল-আকসায় প্রবেশের অনুমতি পায়।
উল্লেখ্য, গত সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার দিন ইসরায়েল-গাজা সীমান্তে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে। ফিলিস্তিনি বিক্ষোভে এ পর্যন্ত ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা