• বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি.?
সৈয়দ নজরুল ইসলাম।
-
• বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী.?
তাজউদ্দীন আহমেদ।
-
• ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়.?
১৯২১ সালে।
-
• বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী.?
আবুল মাল আব্দুল মুহিত।
-
• বাংলাদেশের প্রথম 'সাইবার সিটি.?
সিলেট।
-
• দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়.?
জাপান।
-
• বাংলা একাডেমী ভবনের পুরাতন নাম.?
বর্ধমান হাউজ।
-
• বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল.?
জীবনতরী।
-
• সিলেটের প্রাচীন নাম কি ছিল.?
শ্রীহট্ট।
-
• বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী.?
বিএনএস পদ্মা।
-
• বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ.?
জেনারেল।