► পাবলিকিয়ানদের সবচেয়ে বেশি ক্লিন ও গর্জিয়াস আউটলুকে যে দিন পাওয়া যায় সে দিনকে প্রেজেন্টেশন বা ভাইভা দিবস বলে। অনেকে আবার মুরগি দিবসও বলে!
► কেউ কারো সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করলে, প্রথমেই দুইটা কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়—‘কোন ডিপার্টমেন্ট? কোন সেমিস্টার?’
► সবচেয়ে জনপ্রিয় কয়েকটি শব্দ হলো— ট্রিট, প্যারা, পেইন, লেইম, ভাব, লিজেন্ড, সেলিব্রিটি, ভুয়া, ক্রাশ!
► জনপ্রিয় সম্বোধন— মামা আর ভাইয়া!
► এদের সবচেয়ে পেইনফুল কাজ হলো, ড্রপ কোর্স তোলা আর হাতে লিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করা!