রড না দিয়ে বাঁশ ব্যবহারের চার কারণ

মজার সবকিছু May 15, 2018 2,203
রড না দিয়ে বাঁশ ব্যবহারের চার কারণ

ইদানীংকালে নির্মাণকাজে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয় বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। কেন রডের বদলে বাঁশ ব্যবহার হয়। তার কারণ কী? আর তাই অনুসন্ধান ছাড়াই চারটি কারণ জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।


* বাঁশ হচ্ছে সম্পূর্ণ দেশীয় একটি পণ্য। দেশীয় পণ্যে ঠিকাদারের বাড়তি দরদ থাকতেই পারে। সেই দরদ ঠেকাতে না পেরে তিনি রড না দিয়ে বাঁশ ব্যবহার করেছেন।


* ‘বাঙালি সব সময় বাঁশ দিতে সিদ্ধহস্ত’- এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে। এই প্রবাদকে তো ধরে রাখতে হবে, তাই না? আর প্রবাদকে মনে করিয়ে দিতেই নির্মাণকাজে বাঁশ ব্যবহার করেন ঠিকাদার।


* নির্মাণকাজে বাঁশ ব্যবহার করা যাবে না’ মর্মে কোনো আইন এখনো করা হয়নি। আইন নেই, তাই সেটা মানারও প্রয়োজন নেই। ঠিকাদার ঠিক এই নীতিই অনুসরণ করেছেন।


* বাঁশের অস্তিত্ব দিন দিন সংকটাপন্ন হচ্ছে। অথচ বাঁশ আমাদের কৃষ্টি-সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। বাঁশকে রক্ষা করতে হলে বেশি করে আলোচনায় রাখা প্রয়োজন। বাঁশ যাতে আলোচনায় থাকে, সেজন্যই রডের বদলে বাঁশ ব্যবহার করেছেন ঠিকাদার।