ইদানীংকালে নির্মাণকাজে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয় বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। কেন রডের বদলে বাঁশ ব্যবহার হয়। তার কারণ কী? আর তাই অনুসন্ধান ছাড়াই চারটি কারণ জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
* বাঁশ হচ্ছে সম্পূর্ণ দেশীয় একটি পণ্য। দেশীয় পণ্যে ঠিকাদারের বাড়তি দরদ থাকতেই পারে। সেই দরদ ঠেকাতে না পেরে তিনি রড না দিয়ে বাঁশ ব্যবহার করেছেন।
* ‘বাঙালি সব সময় বাঁশ দিতে সিদ্ধহস্ত’- এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে। এই প্রবাদকে তো ধরে রাখতে হবে, তাই না? আর প্রবাদকে মনে করিয়ে দিতেই নির্মাণকাজে বাঁশ ব্যবহার করেন ঠিকাদার।
* নির্মাণকাজে বাঁশ ব্যবহার করা যাবে না’ মর্মে কোনো আইন এখনো করা হয়নি। আইন নেই, তাই সেটা মানারও প্রয়োজন নেই। ঠিকাদার ঠিক এই নীতিই অনুসরণ করেছেন।
* বাঁশের অস্তিত্ব দিন দিন সংকটাপন্ন হচ্ছে। অথচ বাঁশ আমাদের কৃষ্টি-সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। বাঁশকে রক্ষা করতে হলে বেশি করে আলোচনায় রাখা প্রয়োজন। বাঁশ যাতে আলোচনায় থাকে, সেজন্যই রডের বদলে বাঁশ ব্যবহার করেছেন ঠিকাদার।