মুসলমান ও খ্রিষ্টানের মাঝে বিয়ে কী জায়েজ?

ইসলামিক শিক্ষা May 12, 2018 2,337
মুসলমান ও খ্রিষ্টানের মাঝে বিয়ে কী জায়েজ?

প্রশ্ন: মুসলমান এবং খ্রিষ্টানের বিয়ে ইসলামে কতটুকু অনুমোদনযোগ্য?


উত্তর: মুসলিম পুরুষরা দুই জাতির মেয়েকে বিয়ে করতে পারবে। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি, আর কোনো জাতি না। এই দুই জাতির মেয়েকে মুসলমানরা বিয়ে করতে পারবে কারণ এই দুই জাতির আসমানী কিতাব আছে। সুরা আল মায়িদা’র পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের পূর্বে কিতাবপ্রাপ্ত যে জাতি তাদের সৎ চরিত্রা মেয়েদের তোমরা বিয়ে করতে পারবে।


কিন্তু ইহুদি খ্রিষ্টান পুরুষরা মুসলিম নারীদের বিয়ে করতে পারবে না। কিন্তু এখানে আমার পরামর্শ হল, তিনি যদি খ্রিষ্টান নারীদের বিয়ে করতে চান তাহলে তাকে আগে মুসলিম বানান, ইসলাম কবুল করান। তাহলে ভবিষ্যতে সন্তানের ধর্ম নিয়ে যে সমস্য হতে পারে সে নিয়ে আর কোন জটিলতা থাকবে না।


সূত্রঃ আরটিভি অনলাইন