হাশরের ময়দানে কারা সুপারিশ করতে পারবেন?

ইসলামিক শিক্ষা May 12, 2018 2,261
হাশরের ময়দানে কারা সুপারিশ করতে পারবেন?

প্রশ্ন: হাশরের ময়দানে কারো জন্য সুপারিশ করা যাবে কী? আর কেউ যদি সুপারিশ করতে পারেন তারা কারা?


উত্তর: নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তায়ালার কাছে ‍সুপারিশ করবো আমি। আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন অর্থাৎ রাখবেন। তারমানে কী? নবীজী শাফায়াত করবেন, এটা এক নম্বর। তারপরে হচ্ছে পয়গম্বররা। তারপরে এই দুনিয়ায় যারা আল্লাহ তায়ালার প্রিয় বান্দা হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন, তারা সুপারিশ করতে পারবেন।


সূত্রঃ আরটিভি অনলাইন