এলজির নতুন ফোন জি৭ থিনকিউ

মোবাইল ফোন রিভিউ May 8, 2018 1,486
এলজির নতুন ফোন জি৭ থিনকিউ

দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এলজি ইলেকট্রনিকস সম্প্রতি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘জি৭ থিনকিউ’ উন্মোচন করেছে। ডিভাইসটি জি সিরিজের সপ্তম সংস্করণ।


৬ দশমিক ১ ইঞ্চি নচ ডিসপ্লে-সমৃদ্ধ স্মার্টফোনটির রেজল্যুশন ১৪৪০–৩১২০ পিক্সেল। ডিসপ্লের নিরাপত্তার জন্য ডিভাইসটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। জি৭ থিনকিউ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও, যা পরবর্তীতে আপডেটের সুযোগ থাকছে।


ডিভাইসটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর রয়েছে। ৪ ও ৬ গিগাবাইট র‌্যামের ডিভাইসটি যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি সংস্করণে পাওয়া যাবে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা।


এছাড়া সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এলজির জি৭ থিনকিউ ফোনটির দাম হতে পারে ৮৫০।