মোবাইল ফোনে কুরআন তেলাওয়াতে ফজিলত পাওয়া যাবে কী?

ইসলামিক শিক্ষা May 8, 2018 2,754
মোবাইল ফোনে কুরআন তেলাওয়াতে ফজিলত পাওয়া যাবে কী?

প্রশ্ন: মোবাইলে কুরআন অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে ফজিলত পাওয়া যাবে কী?


উত্তর: মূল বিষয় হলো কুরআন পড়া। এটা মানুষ পড়লো না মোবাইল পড়লো সেটা হচ্ছে মূল কথা। যেখান থেকেই দেখা হোক না কেন, সেটা মানুষ নিজ মুখ দিয়ে পড়লেই হলো। আর শুধু পড়লেই না, তিনি কোনও অ্যাপস থেকে শুনলেও সওয়াব পাবেন। এর মানে হলো, আল্লাহ তাআলার বাণী যে মাধ্যম থেকেই হোক না কেন, শুনলেই সওয়াব পাওয়া যাবে।


সূত্রঃ আরটিভি অনলাইন