কবর খোড়ার সঠিক পদ্ধতি কী?

ইসলামিক শিক্ষা May 8, 2018 1,423
কবর খোড়ার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন: কবর খোড়ার সঠিক পদ্ধতি কী?


উত্তর: কবরের ঐতিহ্য সেই আদম (আ.) থেকেই। কবরের আকৃতি দুই রকমের হয়, আল লাহাদ, আশশাখ। একটা হলো সিন্ধুক কবর- সেটা হয় একদম বরাবর। আরেকটা হলো লাহাদ কবর। সেটা কবর খুড়ে এক দু’হাত জায়গা করে লাশটা কোনোরকম রাখার ব্যবস্থা করা হয়। ওই কবরটা এতো সমান্তরাল হয় না, একটু কার্ভ হয়।


সিন্ধুক কবরটা বালি মাটিতে করতে হয়। আর এটেল মাটিতে লাহাদ কবরটি করতে হয়। দুইটাই সুন্নাহ। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো, কবর দেয়ার পর এক বিঘত পরিমাণ উঁচু করে সেখানে একটা পাথর রেখে দেয়া, যাতে বুঝা যায় এটা একটা কবর। আরব জাহানের সব গোরস্থানেই একটা করে পাথর রেখে দেয়া হয়।


সূত্রঃ আরটিভি অনলাইন