বাজারে আসছে শাওমি'র রেডমি এস-২

মোবাইল ফোন রিভিউ May 6, 2018 1,539
বাজারে আসছে শাওমি'র রেডমি এস-২

চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি তাদের রেডমি এস-২ ফোন উন্মুক্ত করতে যাচ্ছে খুব শিগগিরই। চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবোতে এক পোস্টে উন্মুক্তের তারিখ নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।


ওই পোস্টে বলা হয়, চলতি মাসের ১০ তারিখে চীনে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর আগে শাওমি এই ফোনের একটি টিজার প্রকাশ করেছিল, যেখানে ফোনের ওপরে ডান পাশে এমআই লোগোর সাথে ‘এস’ লেখা ছিল। তবে তখন এই ফোনের নাম প্রকাশ হয়নি।


বেশ কিছু প্রকাশিত তথ্য অনুযায়ী, শাওমি রেডমি এস-২ ফোনে থাকবে ৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে, সঙ্গে ১৮:৯ রেশিও। পেছনে ডুয়েল ক্যামেরা ও সামনে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে ফোনটিতে।


এ ছাড়াও ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরের সঙ্গে থাকছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে।


অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। আর ব্যাকআপের জন্য আছে ৩ হাজার ৮০ এমএএইচ ব্যাটারি।


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস