তাকদীর কিংবা ভাগ্য সম্পর্কে ইসলামে কী বলে?

ইসলামিক শিক্ষা May 2, 2018 2,189
তাকদীর কিংবা ভাগ্য সম্পর্কে ইসলামে কী বলে?

প্রশ্ন: তাকদীর কিংবা ভাগ্য সম্পর্কে ইসলামে কী বলে?


উত্তর: তাকদীর দুরকমের। একটা হচ্ছে মুবরাম, যেটা আপনার জীবনে ঘটবেই। এটা কেউ ফেরাতে পারবেন না। আরেকটা তাকদীর হলো ড্রয়িংয়ের মতো, একটা ম্যাপের মতো। এই ম্যাপের মধ্যে মূল মূল পয়েন্ট গুলো থাকে।


এই তাকদীরগুলো কোনও কোনও ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। কোনও কোনটি ফলে। এসব হয়ে থাকে দোয়ার কারণে, আমলের কারণে, খারাপ আমলের কারণে খারাপ কিছু ঘটে, ভাল আমলের কারণে ভালো কিছু ঘটে।


সূত্রঃ আরটিভি অনলাইন