সবুজ চা খাওয়ানোর বিশেষ কিছু ফায়দা

মজার সবকিছু May 2, 2018 1,675
সবুজ চা খাওয়ানোর বিশেষ কিছু ফায়দা

গ্রিন টি’র পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। তবে ঘরে আসা মেহমানকে সবুজ চা খাওয়ানোর বিশেষ কিছু ফায়দা আছে। যেমন-


১. নিজেকে অভিজাত আর ধনী মনে হয় এবং মেহমানের সামনে ভাবও নেওয়া যায়।


২. চায়ের সঙ্গে বিস্কুট বা অন্য কিছু দেওয়ার ঝামেলা-খরচ দুটোই বেঁচে যায়।


৩. দুধের খরচটাও বেঁচে যায়, অনেক ক্ষেত্রে বেঁচে যায় চিনির খরচও।


৪. কাপ পুরো ভরে দিতে হয় না, অল্প পরিমাণেই পরিবেশন করা যায়।


৫. এবং সেইটুকু কোনোমতে গেলার পর কেউ আর দ্বিতীয়বার নিতে চায় না।


৬. অনেকেই জানিয়েছেন একবার গ্রিন টি খাওয়ানোর পর দ্বিতীয়বার সেই মেহমানকে দড়ি দিয়ে টেনেও আনা যায়নি আর।