সেলফির জন্য সেরা ১০ ফোন

মোবাইল ফোন রিভিউ April 29, 2018 1,613
সেলফির জন্য সেরা ১০ ফোন

স্মার্ট ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারটি হলো সেলফি। প্রতি মুহূর্তকে ফ্রেম বন্দী করতে সেলফির জুড়ি নেই। কিন্তু সেলফি তুললেইতো হবে না। জানতে হবে কোন ফোনগুলো সেলফির জন্য সেরা। সেলফি তোলার জন্য আদর্শ ১০ মোবাইলের নাম থাকছে আজকে। তাহলে দেরি না করে জেনে নিন সেলফির জন্য সেরা ১০ মোবাইল ফোনের নাম।


১. শাওমি রেডমি নোট ফাইভ প্রো


২. ওয়ানপ্লাস ফাইভ টি


৩. শাওমি রেডমি ওয়াই ওয়ান


৪. ইনফিনিক্স জিরো ফাইফ


৫. মটো এক্স ফোর


৬. আসুস জেনফোন সেলফি


৭. স্যামসাং গ্যালাক্সি এ এইট প্লাস


৮. নোকিয়া সেভেন প্লাস


৯. ভিভো ভি নাইন


১০. অপ্পো এফ সেভেন