দাগহীন ত্বকের জন্য আলুর ফেসপ্যাক

রূপচর্চা/বিউটি-টিপস April 28, 2018 2,115
দাগহীন ত্বকের জন্য আলুর ফেসপ্যাক

ত্বকের কালচে দাগ দূর করতে আলুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। এটি ব্রণ ও মেছতার দাগ দূর করে। পাশাপাশি আলুতে থাকা ভিটামিন এ, সি এবং বি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। জেনে নিন আলুর ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।


আলু ও লেবুর রস

১ চা চামচ থেঁতো করা আলুর সঙ্গে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


আলু, টমেটো ও টকদই

১ চা চামচ আলু কুচির সঙ্গে ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টক দই ভালো করে মিশিয়ে গলা ও মুখের ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।


আলু, টমেটো ও দুধের সর

১ চা চামচ আলু থেঁতো করে নিন। এবার ১ চা চামচ টমেটো পেস্ট ও আধা চা চামচ দুধের সরের সঙ্গে মিশিয়ে গলা ও মুখের ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।


আলু, স্ট্রবেরি ও মধু

অর্ধেকটি আলু ও ১টি স্ট্রবেরি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


আলু, মুলতানি মাটি ও গোলাপজল

তৈলাক্ত ত্বকের যত্নে অতুলনীয় এই ফেসপ্যাকটি। ১ টেবিল চামচ আলু কুচির চঙ্গে আধা চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। গলা ও মুখের ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


আলু, টকদই ও হলুদ

১ চা চামচ আলু বাটার সঙ্গে ১ চা চামচ টক দই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।


আলু, কাঁচা দুধ ও আমন্ড অয়েল

১ টেবিল চামচ আলু বাটা, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোঁটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।