পলিকে মা হতে সাহায্য করবো

শিক্ষক-ছাত্র কৌতুক April 26, 2018 3,903
পলিকে মা হতে সাহায্য করবো

শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন-


শিক্ষক : তোমরা বড় হয়ে কে কী হবে?


মিঠু : আমি ডাক্তার হতে চাই।


তপু : আমি পাইলট হতে চাই।


পলি : আমি আদর্শবান মা হতে চাই।


বল্টু : আমি পলিকে মা হতে সাহায্য করতে চাই।