এবছরই বাজারে আসছে নকিয়ার নতুন একটি ডিভাইস। এটি নকিয়া এক্স ২০১৮। সম্প্রতি এই ফোনটির কনসেপ্ট ছবি প্রকাশ পেয়েছে। এর কনফিগারেশন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।
নকিয়া এক্স ফোনটিতে রয়েছে ৫.৮ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল।
প্রিমিয়াম সেগমেন্টের নকিয়া এক্স-এ রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। ৮ জিবি র্যামের এই ফোনটি দুইটি রম ভার্সনে পাওয়া যাবে। একটি ১২৮ জিবির। অন্যটি ২৫৬ জিবির। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
নকিয়া এক্স ২০১৮ ফোনটিতে ডুয়েল ২৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য রয়েছে নন-রিমুভেবল ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটির মূল্য ৬০০ ডলার। শিগগিরই ফোনটি বাজারে পাওয়া যাবে।