স্যামসাংয়ের ‘আইফোন’

মোবাইল ফোন রিভিউ April 14, 2018 1,931
স্যামসাংয়ের ‘আইফোন’

স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস নাইনের নতুন একটি ভার্সন আনতে কাজ করছে স্যামসাং। এই ফোনটি আইফোনটিতে আইফোন এক্সর মত ফিচার থাকছে। অর্থাৎ এর ক্যামেরা ডিজাইন হবে আইফোন এক্সর মত। প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন এটি হবে স্যামসাংয়ের ‘আইফোন’।


চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএনএতে সম্প্রতি স্যামসাংয়ের এই ফোনটি তালিকাভূক্ত হয়েছে। জানা গেছে এই ফোনটির কোড নেম এসএম-জি৮৭৫০।


ফোনটির রিয়ার ক্যামেরা আইফোন এক্সর মতই। এর ভার্টিক্যাল ক্যামেরা সেটাপ আইফোন এক্সর কথাই মনে করিয়ে দেয়।


স্যামসাং গ্যালাক্সি এস নাইন প্লাসের কারেন্ট ভার্সনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটাপ। এতে আছে ১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। ক্যামেরা মডিউলের ঠিক পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


এস নাইনের নতুন ভার্সনে রয়েছে ৫.৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৯৬০×১৪৪০ পিক্সেল। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


ফোনটিতে ২.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর সংযোজন করা হয়েছে। ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।