★কোথায় প্রথম রিকশার আবির্ভাব ঘটে?
উঃ জাপানে।
★সিল্করোড মহাসড়ক কোথায় অবস্থিত?
উঃ চীন ও পাকিস্তানের মধ্যে।
★কোথায় প্রথম পাতাল রেল চালু হয়?
উঃ ইংল্যান্ডে।
★কোন দেশে প্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়?
উঃ জার্মানিতে।
★বিশ্বের উচ্চতম রেলস্টেশন কোথায় অবস্থিত?
উঃ টাঙ্গুলা পাহাড়ের স্টেশন, তিব্বত।
★বিশ্বের বৃহত্তম যাএীবাহী বিমানের নাম কি?
উঃএ-৩৮০।
★মার্কিন যুক্তরাষ্টে রেলওয়ে উদ্বোধন করা হয় কবে?
উঃ ১৮৮০ সালে