সাধারন জ্ঞানের আসর - ১৬৭তম পর্ব

সাধারণ জ্ঞান April 5, 2018 1,883
সাধারন জ্ঞানের আসর - ১৬৭তম পর্ব

★★ ব্লাক (কালো) নিয়ে যত কথা ★★*

=====================================


♦ ব্লাক ফরেস্ট# জার্মানির একটি বন।


♦ ব্লাক আউট# হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে বুঝায়।


♦ ব্লাক বক্স# বিমানে সংরক্ষিত ডাটা রেকর্ডস।


♦ ব্লাক সার্ট# ইটালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।


♦ পেনি ব্লাক# বিশ্বের প্রথম ডাকটিকিট (ইংল্যান্ড )।


♦ ব্লাক ফুট# আর্সেনিক আক্রান্ত মানবদেহে প্রদাহ সৃষ্টিকারি এক ধরনের রোগ।


♦ ব্লাক কোয়াটার# গবাদি পশুর রোগ।


♦ ব্লাক কান্ট্রি# ইংল্যান্ডের দক্ষিণ স্টোফোর্ড কে বুঝায়।


♦ ব্লাক সী# কৃষ্ণ সাগর শীতকালে এই সাগর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে বলে এর নামকরণ করা হয়েছে ব্লাক সী।


♦ব্লাক গোল্ড# কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্টমার্টিনে পাওয়া তেজস্ক্রিয় খনিজ পদার্থ।