কম দামে হুয়াওয়ের ফুল ভিউ ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ April 5, 2018 2,759
কম দামে হুয়াওয়ের ফুল ভিউ ডিসপ্লের ফোন

আকর্ষণীয় ফিচারের নতুন ফোন আনলো চীনের হুয়াওয়ে। মডেল হনার সেভেন এ। বড় ডিসপ্লের এই ফোনটির দাম হাতের নাগালে। ৩ এপ্রিল থেকে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।


হুয়াওয়ের নতুন এই ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১৪৪০ পিক্সেল। ১৮:৯ রেশিও ডিসপ্লে রয়েছে ফোনটিতে।


হনার সেভেন এ পরিচালনার জন্য রয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। ব্যাকআপের জন্য আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি৷


দুইটি ভার্সনে এই ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ২ জিবি র‍্যাম ও ৩২ ইন্টারনাল স্টোরেজে। ২ জিবি র‌্যাম ভার্সনের ফোনটির দাম ১০ হাজার টাকা।


৩ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা৷ ২ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সিঙ্গল ব্যাক ক্যামেরা৷ দু’টি ভার্সনেই রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷