অমুসলিমের কাছে কি ঘর ভাড়া দেওয়া যাবে?

ইসলামিক শিক্ষা April 2, 2018 2,805
অমুসলিমের কাছে কি ঘর ভাড়া দেওয়া যাবে?

প্রশ্ন : কোনো অমুসলিমের কাছ ঘর ভাড়া দেওয়ার বিধান কী?


উত্তর : অমুসলিমকে ঘর ভাড়া দেওয়া জায়েজ। এবং তার থেকে প্রাপ্ত ভাড়াও বৈধ। তবে এমন কাউকে ভাড়া দেওয়া যাবে না, যার দ্বারা মুসলিম সমাজে বিধর্মীদের আচার-অনুষ্ঠান প্রচার পায় কিংবা যার দ্বারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে। (আলমাবসূত, সারাখসী ১৫/১৩৪; আলমুহীতুল বুরহানী ১১/৩৪৮; খুলাসাতুল ফাতাওয়া ৩/১৫০)


সূত্র : মাসিক আলকাউসার