সাধারন জ্ঞানের আসর - ১৬২তম পর্ব

সাধারণ জ্ঞান March 29, 2018 1,878
সাধারন জ্ঞানের আসর - ১৬২তম পর্ব

1.বাংলাদেশের রাবার জোন বলা হয় কোন

এলাকাকে.?

____ বাইশারী, বান্দরবান।

-

2.ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়?

____ মিরপুর।

-

3.মাছের ফুলকা পচা রোগের কারণ কি.?

____ ছত্রাক।

-

4.বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

____ ১৯৪৫ সালে।

-

5.রবীন্দ্রনাথ ঠাকুরের চৈনিক নাম কি.?

____ চু তেন তান।

-

6.বিশ্বের সর্বশ্রেষ্ট কৌতক অভিনেতা কে ?

____ চার্লি চাপলিন।

-

7.কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা

হয় না?

____ সৌদি আরব।

-

8.বিশ্বের সর্বাধিক ভাষার দেশ?

____ পাপুয়া নিউগিনি

-

9.শেভেন চুক্তি হচ্ছে-

____ কর হ্রাস করা চুক্তি।

.

10.সুন্দরবন বাংলাদেশের কয়টি

জেলাকে স্পর্শ করেছে?

____ ৫ টি